Last Updated: Wednesday, December 5, 2012, 19:23
বিরোধীদের প্রস্তাব খারিজ। স্বস্তিতে ইউপিএ-২। পক্ষে ভোট ২৫৩, বিপক্ষে ২১৮। চিত্রনাট্যে সাজানো টানটান উত্তেজনার অবসান ঘটল খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ যুদ্ধে সরকারের জয়ের মধ্যে দিয়ে। সংসদে বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের আনা প্রস্তাবের পক্ষে ২১৮টি ভোট পড়ে। মনমোহন সিংয়ের সরকার ২৫৩টি ভোট পেয়েছে।