Last Updated: Thursday, February 27, 2014, 10:45
মাধ্যমিক পরীক্ষা চালাকালীনই সরকারি উদ্যোগে গ্রামীণ মেলা।দিনভর দিব্যি বাজছে মাইক। গভীর রাত পর্যন্ত চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এঘটনা বীরভূমের রামপুরহাটের এক নম্বর ব্লকের কুসুম্বা গ্রামের। নিয়ম ভাঙা হচ্ছে জেনেও অসহায় প্রশাসন। অন্যদিকে পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে আইএনটিটিইউসির সভা করলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান।