Last Updated: Friday, September 30, 2011, 12:56
পোষা কুকুরদের জন্য বছরে খরচ করেন এক থেকে দু লক্ষ মার্কিন ডলার। গত অক্টোবরে কয়েক ডজন রুশি ঘোড়া অরলভ ট্রটার কিনেছেন তিনি। ছুটির দিনে ছোট ছেলের ঘোরাঘুরির জন্য ২০০৯-১০ সালে ১০ টি মার্কিন জেট স্কি-ও কিনেছেন। গত বছর কিনেছেন ৬০০ বোতল দামি ফরাসি ওয়াইন।