Grihajuddha - Latest News on Grihajuddha| Breaking News in Bengali on 24ghanta.com
অভিনয়ে ফিরছেন শ্রীজিত

অভিনয়ে ফিরছেন শ্রীজিত

Last Updated: Tuesday, April 3, 2012, 22:06

নিজের `বাইশে শ্রাবণ` ছবিতে `গৃহযুদ্ধ`-এর গৌতম ঘোষকে অভিনেতা হিসেবে পুনরাবিষ্কার করেছিলেন শ্রীজিত। আর অপর্ণা সেন তাঁকে অভিনেতা হিসেবে আবিষ্কার করেন `ইতি মৃণালিনী` ছবিতে। ক্যামোরর পিছনেই মূলত তাঁর কেরামতি হলেও ক্যামেরার সামনে উপস্থিত থাকাটাও মাঝে মাঝে ভালোই উপভোগ করেন শ্রীজিত মুখার্জি।