Last Updated: Saturday, June 14, 2014, 14:44
শনিবার রাতে গ্রুপ অফ ডেথের ম্যাচে মহারণ। মানাউসের মাঠে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি। রয় হজসনের তরুণ ব্রিগেডের লড়াই সিজার প্রানদেলির দলের বিরুদ্ধে। স্টুরিজ, স্টালিংয়ে সামনের বুঁফো, বালোতেলি। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে তিনটেতে। মানাউসের মাঠ ঘিরে বিতর্কের মধ্যেই রবিবার ভোর রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি।