Last Updated: Thursday, July 3, 2014, 23:27
নতুন প্রজন্মকে আকর্ষণ করতে দেশের প্রথম থ্রিডি মোবাইল গেম নিয়ে এল ইন্ডিয়ান এয়ার ফোর্স। বুধবার নতুন গেম `গার্ডিয়ান অফ দ্য স্কাইজ` লঞ্চ করে এয়ার মার্শাল এস সুকুমার বলেন, আমাদের প্রচারের এটা একটা উল্লেখযোগ্য মাইলস্টোন। এই গেম নতুন প্রজন্মকে বায়ুসেনায় যোগদানে উত্সাহ জোগাবে।