Gujarat assembly - Latest News on Gujarat assembly| Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্যপালের ক্ষমতা খর্ব করে মোদীর নয়া লোকায়ুক্ত বিল

রাজ্যপালের ক্ষমতা খর্ব করে মোদীর নয়া লোকায়ুক্ত বিল

Last Updated: Tuesday, April 2, 2013, 16:37

বিজেপির `মুখ` নির্বাচিত হওয়ার পরেই নিজের রাজ্যে লোকায়ুক্ত আয়োগ বিল জারি করার পথে অগ্রসর হলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুজরাতের বিধানসভায় এই নয়া বিল পেশ করল মোদী সরকার। এই বিলে গুজরাতের হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালের ক্ষমতা খর্ব করা হয়েছে।