Last Updated: Wednesday, May 15, 2013, 08:36
রাজ্যের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানি, বাবু বজরঙ্গি সহ দশজনের মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার আবেদন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল গুজরাত সরকার। ২০০২ সালে নারোদা পাটিয়া গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এঁদের সকলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এরপর বিশেষ তদন্তকারী দল বা সিট অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়ে উচ্চ আদালতে আবেদন করে।