Gulaab Gang - Latest News on Gulaab Gang| Breaking News in Bengali on 24ghanta.com
ফিল্মফেয়ার কভারেও গুলাব গ্যাং

ফিল্মফেয়ার কভারেও গুলাব গ্যাং

Last Updated: Thursday, February 20, 2014, 20:09

শাহরুখ, হৃতিক, আমির, সলমন ম্যাজিক ছাপিয়ে এই বছরের সবথেকে গুলাব গ্যাং-ই হয়তো হতে চলেছে বছরের সবথেকে প্রতীক্ষিত ছবি। মাধুরী-জুহির ম্যাজিক দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ৭ মার্চ ছবি মুক্তি পর্যন্ত। আর সেই ম্যাজিক ধরে রাখতে মাধুরী-জুহি একসঙ্গে পোজ দিলেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারে।