Last Updated: Tuesday, December 18, 2012, 10:31
কানেক্টিকাটের প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলায় শিশুহত্যার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি আমেরিকা। ঘাতক অ্যাডাম ল্যানজার কাছে যে পরিমাণ বুলেট ছিল তাতে স্কুলের সব শিশুর মৃত্যু হতে পারত বলে জানা গেছে। নিহত শিশু সহ অন্যদের শেষকৃত্য শুরু হয়েছে। নিউটাউনের রাস্তায় বেরিয়েছে মোমবাতি মিছিল। শোকের এই পরিবেশের মধ্যেই নতুন করে জোরদার হয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি।