Guwahati molestation - Latest News on Guwahati molestation| Breaking News in Bengali on 24ghanta.com
বারাণসী থেকে গ্রেফতার গুয়াহাটি কাণ্ডের মূল কুশীলব

বারাণসী থেকে গ্রেফতার গুয়াহাটি কাণ্ডের মূল কুশীলব

Last Updated: Monday, July 23, 2012, 17:15

অবশেষে গ্রেফতার হল গুয়াহাটি কাণ্ডের মূল অভিযুক্ত অমরজ্যোতি কলিতা। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হল গুয়াহাটি শ্লীলতাহানি কাণ্ডের প্রধান অভিযুক্ত অমরজ্যোতি কলিতা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিস। আত্মসমর্পণের পরই তাকে গ্রেযফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।