Last Updated: Friday, July 20, 2012, 18:34
উচ্চমাধ্যমিকে নম্বর বিতর্কে শিক্ষা সমসদের সচিবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এরকমই সুপারিশ করে শুক্রবার শিক্ষাদপ্তরে রিপোর্ট জমা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নম্বর কেলেঙ্কারিতে সচিবের জড়িতা থাকার প্রমাণ পাওয়ার পরেই এমন সুপারিশ করে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরে।