HSBC - Latest News on HSBC| Breaking News in Bengali on 24ghanta.com
আমি ডেঙ্গির মশা: কেজরিওয়াল

আমি ডেঙ্গির মশা: কেজরিওয়াল

Last Updated: Saturday, November 10, 2012, 18:07

"আমি ডেঙ্গির মশা। কংগ্রেস বা বিজেপি কামড়ালে তারাই সমস্যায় পরবে।" বিদেশমন্ত্রী সলমন খুরশিদ তাঁর ক্রমাগত আক্রমণকে `সামান্য মশার কামড়` বলায় ইন্ডিয়া এগেইন্সট করাপশনের (আইএসি) নেতা কেজরিওয়াল একথা বলেন। অন্যদিকে, শনিবারই কংগ্রেসের পক্ষ থেকে কেজরিওয়ালের তীব্র সমালোচনা করা হয়। দলের মুখপাত্র রশিদ আলভি বলেন শুধুমাত্র কুৎসা রটানোর উদ্দেশেই কেজরিওয়াল প্রচার চালাচ্ছেন।