Last Updated: Wednesday, April 2, 2014, 23:26
হাবড়াকাণ্ডে নয়া মোড়। জেলাশাসক ও পুলিস সুপারের মধ্যে ক্ষমতা নিয়ে দড়ি টানাটানির জেরেই কি বিডিও-র অভিযোগ নিতে টালবাহানা করেছিল পুলিস? প্রশাসন সূত্রে তেমনই ইঙ্গিত মিলছে। প্রশ্নের মুখে জেলাশাসকের ভূমিকাও। জেলা প্রশাসনের দুই মাথা। জেলাশাসক সঞ্জয় বনশল ও পুলিস সুপার তন্ময় রায়চৌধুরী। দুই শীর্ষকর্তার মধ্যে ক্ষমতা নিয়ে কাজিয়া। তারই জেরে হাবড়া কাণ্ডে অভিযোগ নিতে গড়িমসি পুলিসের। অন্তত তেমনই গুঞ্জন প্রশাসনের অন্দরমহলে।