Last Updated: Thursday, January 10, 2013, 21:30
সাসপেন্ড করা হল ধর্ষণে অভিযোগে অভিযুক্ত হেয়ার স্ট্রিট থানার এএসআই প্রকাশ থাপাকে। আজ অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হলে ছ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ফাস্ট ট্রাক কোর্টে এই ধর্ষণের মামলার দ্রুত নিষ্পত্তিরও দাবিতে শিয়ালদহ আদালত চত্বরে বিক্ষোভ দেখান একটি মহিলা সংগঠনের সদস্যরা।