Haji Ali dargah - Latest News on Haji Ali dargah| Breaking News in Bengali on 24ghanta.com
হাজী আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা

হাজী আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা

Last Updated: Tuesday, November 6, 2012, 18:55

"জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সব প্রান্তের মানুষ সন্ত পির হাজী আলি সাহ বুখারিকে প্রার্থনা জানাতে আসেন"... মুম্বই হাজী আলি দরগার ওয়েরসাইটে ফলাও করে লেখা হয়েছে কথাটি। ওপরের আপ্তবাক্যটি মেনে নিলে, `বিশ্বের সব প্রান্তের মানুষের` মধ্যে তো মহিলারাও পরেন।