Last Updated: Saturday, October 1, 2011, 20:59
আফগানিস্তানে জঙ্গি সংগঠন হক্কানি নেটওয়ার্কের অন্যতম শীর্ষ নেতা হাজি মালি খানকে গ্রেফতার করা হয়েছে । শনিবার নেটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশানাল সিকিউরিটি ফোর্সের(আইএসএএফ)এক বিবৃতিতে বলা হয়েছে,পূর্ব আফগানিস্তানের পাকিতয়া প্রদেশ থেকে তাকে আটক করা হয়েছে । আফগান সেনা এবং নেটোর যৌথ অভিযানে ধরা পড়েছে হাজি মালি খানের বেশ কয়েকজন সঙ্গিও।