Last Updated: Sunday, September 23, 2012, 22:41
হোক না নিয়মরক্ষার ম্যাচ। তবু শান্তিতেই আজ রাতটা ঘুমোতে পারবেন মহেন্দ্র সিং ধোনি। দলের বোলাররা তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেই বোলাররাই আবার তাকে ঘুম ফিরিয়ে দিল। রবিবার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে উঠল ভারত।