Last Updated: Saturday, November 10, 2012, 17:44
আই লিগে আজ কলকাতার দলগুলোর গোলের বন্যায় ভাসার দিন। যুবভারতীতে প্রয়াগ ইউনাইটেডের দশ গোলের ঠিক পরেই পুনেতে ইস্টবেঙ্গলের তিন গোলে জয়। প্রয়াগের বড় জয়ের নায়কের নামটা অনেকেরই জানা, কিন্তু ইস্টবেঙ্গলের আজকের জয়ের নায়ক কিছুটা অচেনা। তিনি হরমনজ্যোত খাবরা।