Last Updated: Thursday, December 5, 2013, 10:20
রাখে হরি তো মারে কে। এ প্রবাদ হয়তো জানেন না নাইজেরিয়ান যুবক হ্যারিসন ওদজেগবা ওকেনো। কিন্তু এই প্রবাদটিই এখন তাঁর জীবনে ষোলো আনা সত্যি। আটলান্টিক মহাসাগরের ১০০ ফুট গভীরে তিন দিন কাটিয়েও অবিশ্বাস্য ভাবে বেঁচে ফিরেছেন তিনি। আর ইউ টিউবে সেই ভিডিও আসতেই ওকেনোকে নিয়ে হৈচৈ সারা বিশ্বে।