Haryana Chief Minist - Latest News on Haryana Chief Minist| Breaking News in Bengali on 24ghanta.com
ভোট চাইতে গিয়ে বেকার যুবকের চড় খেলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

ভোট চাইতে গিয়ে বেকার যুবকের চড় খেলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

Last Updated: Sunday, February 2, 2014, 19:12

জিপে চড় র‌্যালিতে বেরিয়ে ভোট চাইতে বেরিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। পানিপথে হুড খোলা জিপের দাঁডি়য়ে হুডা বলছিলেন, রাজ্যের ১০টা লোকসভা আসনেই বিপুল ভোটে জেতাতে হবে তারঁ দল কংগ্রেসকে। সেই সময় হঠাত্‍ বিপত্তি। এক যুবক কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে উঠে পড়ে মুখ্যমন্ত্রীর জিপে। ব্যস, জিপে উঠেই একেবার সপাটে চড় মুখ্যমন্ত্রীর গালে। ঘটনাটা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলেন সবাই।