Last Updated: Saturday, March 1, 2014, 23:06
সরকারি সমস্ত নিয়ম-কানুন মেনে বদলি। কিন্তু তা সত্ত্বেও স্কুলে ঢুকতে পারলেন না নতুন প্রধান শিক্ষক। অভিযোগ, চরম হেনস্থা, কটূক্তি, মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি স্কুলে যোগ দেওয়ার কাগজপত্রও কেড়ে নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। এই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগের রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ। যদিও এই অভিযোগ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।