Headley extradition - Latest News on Headley extradition| Breaking News in Bengali on 24ghanta.com
৩৫ বছরের জেল হল হেডলির

৩৫ বছরের জেল হল হেডলির

Last Updated: Thursday, January 24, 2013, 11:39

২০০৮- মুম্বই সন্ত্রাস হামলার মূল অভিযুক্ত লস্কর এ তৈবার জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি দোষী সাব্যস্ত হলেন। শাস্তি হিসাবে হেডলিকে ৩৫ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত।  তদন্তের কাজে সহায়তা করায় হেডলিকে প্রাণদণ্ড দেওয়া হল না বলে মার্কিন অ্যাটর্নি জেনারেল জানান। দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তি ঘোষণার প্রক্রিয়া শুরু হতে কিছুটা সময় লাগে। শিকাগো আদালতে কড়া নিরাপত্তার মধ্যে হেডলির সাজার মেয়াদ ঘোষণা করা হয়।

২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রীর পঁয়ত্রিশ বছর কারাদন্ডের দাবি জানিয়েছিলেন সরকারি আইনজীবী। এর আগে হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দেয় ওয়াশিংটন। তদন্তে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন হেডলি। আমেরিকায় থেকে অন্য দেশের বিচার প্রক্রিয়ায় উপস্থিত হতেও তার আপত্তি নেই বলে জানিয়েছিলেন।

ডেভিড হেডলির প্রত্যর্পণ সম্ভবনা খারিজ ওয়াশিংটনে

ডেভিড হেডলির প্রত্যর্পণ সম্ভবনা খারিজ ওয়াশিংটনে

Last Updated: Wednesday, January 23, 2013, 12:41

মুম্বই হামলায় জড়িত লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে এখনই হাতে পাচ্ছে না দিল্লি। হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দিয়েছে ওয়াশিংটন। তদন্তে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে হেডলি।