Helicopter serviece - Latest News on Helicopter serviece| Breaking News in Bengali on 24ghanta.com
হলদিয়ায় সরকারের উদ্যোগে চালু হল হেলিকপ্টার পরিষেবা

হলদিয়ায় সরকারের উদ্যোগে চালু হল হেলিকপ্টার পরিষেবা

Last Updated: Tuesday, March 11, 2014, 19:11

হলদিয়া শিল্পাঞ্চলের সঙ্গে আরও দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য এবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হল হেলিকপ্টার পরিষেবা। পবন হংস গ্রুপ অফ কোম্পানীর সহায়তায় আজ থেকে চালু হল কপ্টার পরিষেবা। দু জন পাইলট ও সাতজন যাত্রীকে নিয়ে বেহালা ফ্লাইং ক্লাব থেকে সকাল সাড়ে দশটা নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় কপ্টারটি। বেলা এগারোটা নাগাদ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে পৌছয় কপ্টারটি।