Last Updated: Friday, June 29, 2012, 16:19
বিয়ে হয়ে গেল এষার। শুক্রবার মুম্বইয়ের বিখ্যাত ইস্কন মন্দিরে গাঁটছড়া বাঁধলেন হেমাতনয়া। দক্ষিণ ভারতীয় রীতি মেনে সনাতনী বিয়েতে এষার পোশাকও ছিল সম্পূর্ণ সনাতনী। লাল-সোনালি জমকালো কাঞ্জিভরম, ভারী সোনার গয়না, দুহাত ভর্তি লালচুড়ার সঙ্গে এষার সাজ সম্পূর্ণ করেছিল মুখের চওড়া হাসি।