Last Updated: Friday, February 28, 2014, 21:49
মুখ্যমন্ত্রীর মহাকরণ সংস্কারের কথা ঘোষণার পর কেটে গিয়েছে সাত মাস। অথচ কাজই শুরু হয়নি। কবে শুরু হবে ঠিক নেই। কারণ এখনও মেলেনি হেরিটেজ কমিশনের ছাড়পত্র। সরকারি অর্থে মহাকরণ সংস্কার হলে হেরিটেজ কমিশনের অনুমতি লাগে না। তাহলে কেন চাওয়া হয়েছে কমিশনের অনুমতি ? এই প্রশ্নের উত্তরও স্পষ্ট নয়। অতএব, মহাকরণ আছে সেই মহাকরণেই।