Last Updated: Tuesday, February 7, 2012, 12:37
প্যানেলে নাম নেই, অথচ সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হল চাকরি। নজিরবিহীনভাবে এমনই কাণ্ড ঘটালেন প্রাথমিক শিক্ষাপর্ষদের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি মিনা ঘোষ। অথচ প্যানেলে যাঁদের নাম ছিল, তাঁদের একজনও পেলেন না চাকরি।