Himalaya House - Latest News on Himalaya House| Breaking News in Bengali on 24ghanta.com
নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated: Monday, November 19, 2012, 11:47

নয়াদিল্লিতে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সকাল ৬.২০ টা নাগাদ নয়াদিল্লির কন্নট হিমালয়া হাউসে বিধ্বংসী আগুনে আতঙ্ক ছডি়য়ে পড়ে। কস্তুরবা গাঁন্ধী মার্গের হিমালয় হাউসে আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৩০ টি ইঞ্জিন কাজ করছে। প্রথমে আগুন জ্বলতে দেখা যায় বিল্ডিংয়ের চার তলায়। এরপর ধীরে ধীরে সেই আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।