Last Updated: Thursday, February 20, 2014, 23:20
পরিকাঠামো আছে, রোগীও আছে। কিন্তু ডাক্তার নেই। ডাক্তারের বদলে চিকিত্সা করছেন ফার্মাসিস্ট। অপারেশনের দায়িত্বে হাসপাতালের জল তোলার কর্মী। উপায় নেই. তাই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এই ছবি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।