Last Updated: Tuesday, August 28, 2012, 23:04
বিতর্ক পিছু ছাড়ছে না বলিউডের বহু প্রত্যাশিত ছবি `হিরোইন`-এর। যার নবতম সংযোজন ছবিতে নায়িকার ধূমপানের দৃশ্য। শোনা যাচ্ছে, ছবির নির্মাতারা দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। সম্প্রতি, নায়িকার ধূমপানের দৃশ্যর সঙ্গে ধূমপানের ক্ষতির কথাও বলতে হবে বলে নির্দেশ দয় আদালত।