Last Updated: Friday, March 22, 2013, 09:44
পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করে গোরখপুর থেকে ধৃত জঙ্গি লিয়াকত শাহ। দিল্লি পুলিস সূত্রে এই কথা জানান হয়েছে। দিল্লি পুলিসের স্পেশাল কমিশনার এস এন শ্রীবাস্তব জানান লিয়াকত শাহ সুনাউলি
বর্ডার পেড়িয়ে ভারতে প্রবেশ করে। ভারতের মাটিতে সহযোগীদের নিয়ে নাশকতার
ষড়যন্ত্রের চক্রী ছিল সে। তার নামে এফআইআর দায়ের করা হয়েছে।