Last Updated: Friday, February 22, 2013, 20:44
কাউন্ট ডাউন শুরু। হলিউডের ডলবি থিয়েটারে ২৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র জগতের এই বছরের ম্যাগনাম ওপাস, ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। হলিউড সহ সারা পৃথিবীর গ্রিন রুমে সাজ সাজ রব। এও বছর অনুষ্ঠান পরিচালনা করবেন সেদ ম্যাকফারলেন। শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক নজরে দেখে নেব এই বছরের নমিনেশনগুলি...