Last Updated: Sunday, February 23, 2014, 11:53
এসএসকেএমে মাদককাণ্ডে এক ইন্টার্নের মৃত্যুর পর হস্টেল সুপারকে ডেকে পাঠাল হাসপাতাল কর্তৃপক্ষ। কীভাবে হস্টেলে মাদক পৌঁছল তার জবাবও চাওয়া হয়েছে সুপারের কাছে। এই ঘটনা নিয়ে রোগী কল্যান সমিতির জরুরি মিটিং ডাকা হয়েছে আগামিকাল। বৈঠকে থাকতে পারেন মন্ত্রী মদন মিত্র এবং ফিরহাদ হাকিম। হস্টেলে মাদক ঢোকা বন্ধ করতে ওয়ার্ডেন ও নিরাপত্তা রক্ষী নিয়োগ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে এসএসকেএম কর্তৃপক্ষ। তবে এরজন্য স্বাস্থ্য দফতরের অনুমোদন প্রয়োজন। তাই এবিষয়ে স্বাস্থ্য দফতরে আবেদন জানাচ্ছে এসএসকেএম। এই ব্যবস্থা যাতে রাজ্যের সব মেডিক্যাল করা যায় তা নিয়েও এসএসকেএমের তরফে প্রস্তাব পাঠানো হচ্ছে।