House aolished - Latest News on House aolished| Breaking News in Bengali on 24ghanta.com
কসবায় ভাঙচুর কাউন্সিলরের বাড়ি

কসবায় ভাঙচুর কাউন্সিলরের বাড়ি

Last Updated: Tuesday, April 10, 2012, 19:22

কসবায় ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় প্রমোটারের বিরুদ্ধে। এলাকার জি এস বসু রোডে এক বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় সিপিআইএম কাউন্সিলর দীপু দাস। তিনি পুরসভায় অভিযোগ জানান।