Last Updated: Thursday, November 21, 2013, 15:27
আগামিকাল হাওড়া পুরসভার নির্বাচন। নির্বাচন ঘিরে প্রতিটি বুথেই থাকছে কড়া নিরাপত্তা। বুথ ও ভোটগ্রহণ কেন্দ্র মিলিয়ে পাঁচহাজারেরও বেশি পুলিস মোতায়েন করা হয়েছে গোটা জেলায়। সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার ৮৪০। মোট পোলিং স্টেশন ১০১৪। মোট গ্রহণ কেন্দ্র ৩২১। প্রার্থীর সংখ্যা ৪২৭। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা শাসক ও পুলিস কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক সেরে গেছেন রাজ্যের মুখ্য মির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। হাওড়া পুরসভা শুরু থেকেই বামেদের দখলে। বামেদের এই শক্ত ঘাঁটিতে তৃণমূল ভাগ বসাতে পারে সেদিকেই নজর রাজনৈতিক মহল।