Last Updated: Monday, January 6, 2014, 12:50
রাতের আকাশের দিকে চেয়ে তারা দেখছিল সৌদি আরবের এক যুবক। উল্কাপাত দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল ও। কিন্তু কিছুক্ষণ পরেই ও অবাক বনে গেল। আকাশ থেকে পড়ল মানব শরীরের অংশ। জেড্ডার আকাশ থেকে মানব শরীরের অংশ পড়ার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য পড়ে যায়।