Last Updated: Thursday, October 25, 2012, 16:04
স্পেকট্রাম কেলেঙ্কারির বিতর্কের ঝড় কাটিয়ে এবার আইপিএলে পা দিল সান টিভি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডেকান চার্জার্সের নতুন মালিকের নাম এখন সান টিভি নেটওয়ার্ক। দেশজুড়ে চলা স্পেকট্রাম কেলেঙ্কারির বিতর্কে নাম জডি়য়ে গেছিল ডিএমকে প্রধান করুনানিধির টিভি চ্যানেল সান টিভির। এই চ্যানেলের মালিক দেশের অন্যতম বড় ব্যবসায়ী স্পাইস জেটের মালিক কালান্থি মারান।