I league match - Latest News on I league match| Breaking News in Bengali on 24ghanta.com
যুবভারতীতে আইপিএলের উদ্বোধন, তাই সরল আই লিগের ম্যাচ

যুবভারতীতে আইপিএলের উদ্বোধন, তাই সরল আই লিগের ম্যাচ

Last Updated: Tuesday, March 12, 2013, 21:27

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান যুবভারতীতেই হবে। অনুষ্ঠানের জন্য সরে গেল আই লিগের পাঁচটি ম্যাচ। যুবভারতীতে ফুটবলের ভবিষ্যত অন্ধকার বলে মানছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। যুবভারতীতেই হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।সরকারিভাবে ঘোষণা হল মঙ্গলবার। উদ্বোধনের কারণে ২১ মার্চ থেকে তিন এপ্রিলের মধ্যে তাকা আইলিগের পাঁচটি ম্যাচ সরে গেল যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে।