IABF - Latest News on IABF| Breaking News in Bengali on 24ghanta.com
আইএবিএফের সঙ্গেই কেন্দ্র নির্বাসিত করল তীরন্দাজি কমিটিকেও

আইএবিএফের সঙ্গেই কেন্দ্র নির্বাসিত করল তীরন্দাজি কমিটিকেও

Last Updated: Friday, December 7, 2012, 10:54

চৌতলার পদত্যাগেও চিঁড়ে ভিজল না। ভারতীয় অপেশাদার বক্সিং অ্যাসোসিয়েশনকে নির্বাসিত করল কেন্দ্রীয় সরকার।এর সঙ্গেই নির্বাসিত হল ভারতীয় তীরন্দাজি সংস্থাও। আক্ষরিক অর্থেই ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে রইল আজকের দিনটা।কিছুক্ষণ আগেই  ভারতীয় অপেশাদার বক্সিং ফেডারেশনের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন  অভয় সিং চৌতলা। তিনি জানান ''আইএবিএফ পুনঃনির্বাচনের জন্য প্রস্তুত, আমিও আমার পদ থেকে সরে দাঁড়াতে রাজি আছি।''