INS Chakra - Latest News on INS Chakra| Breaking News in Bengali on 24ghanta.com
নয়া পরমাণু সাবমেরিন পেল নৌবাহিনী

নয়া পরমাণু সাবমেরিন পেল নৌবাহিনী

Last Updated: Wednesday, April 4, 2012, 16:56

দীর্ঘ দু`দশক পর এলিট `নিউক্লিয়ার সাবমেরিন ক্লাব`-এর পুরোদস্তুর সদস্যপদ পেল ভারত। বুধবার বিশাখাপত্তনমের `শিপ বিল্ডিং কমপ্লেক্স`-এ নৌবাহিনীর এক অনুষ্ঠানে বোতাম টিপে `আইএনএস চক্র`কে জলে ভাসালেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।