Last Updated: Thursday, February 27, 2014, 19:38
কার্যকরী নৌসেনা প্রধানের দায়িত্বে এলেন ভাইস অ্যাডমিরাল রবিন কে ধোয়ানকে। আইএনএস সিন্ধুরত্নে দুর্ঘটনার জেরে গতকালই পদত্যাগ করেছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল ডি কে যোশী। জল্পনা ওয়েস্টার্ন কমান্ডের আরও কয়েকজন অফিসারও ইস্তফা দিতে পারেন। আইএনএস সিন্ধুরত্ন দুর্ঘটনায় নিঁখোজ দুই নাবিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।