Last Updated: Sunday, June 24, 2012, 17:00
আরও অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে শোষণ এবং বঞ্চণার অভিযোগ তুলে এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন পাইলটদের একাংশ। ইন্ডিয়ান পাইলটস গিল্ডের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে তাদের ১১ জন সদস্য অনশনে বসেছেন।