Last Updated: Tuesday, February 25, 2014, 16:08
আইপিএল গড়াপেটা কাণ্ডে ফের নতুন করে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার। আইপিএল গড়াপেটা কাণ্ডে জি নিউজ ডট কম-এ বিন্দু দারা সিংয়ের চাঞ্চল্যকর অভিযোগের পর নড়েড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল তদন্তের নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে আইপিএল সিক্সে গড়াপেটা নিয়ে এখনও অনেক তথ্য জানা বাকি আছে তাই নতুন করে তদন্ত হবে। সঙ্গে পাটিল জানান প্রয়োজনে ফের বিন্দুকে জেরাও করা হবে।