Last Updated: Saturday, May 12, 2012, 10:54
সচিনের শততম শতরানের জন্য আজ ইডেনে রাজকীয় সম্বর্ধনার আয়োজন করছে সিএবি। সংবর্ধনার মূল আকর্ষণ সনাতন দিন্দার আঁকা ছবি। সনাতন দিন্দার ছবির পাশাপাশি সচিনের হাতে ধুতি এবং তাঁর স্ত্রী অঞ্জলির হাতে শাড়ি তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।