Last Updated: Tuesday, May 15, 2012, 19:53
আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ৫ ক্রিকেটারকে সাসপেন্ড করল ভারতীয় কিরিকেট কন্ট্রোস বোর্ড। সাসপেন্ড হওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন টি সুধীন্দ্র, শলভ শ্রীবাস্তব, মনীশ মিশ্র, অমিত যাদব, অভিনব বালি। একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনের পরিপ্রক্ষিতে সাসপেন্ড করা হয়েছে ৫ জনকে।