ISIS militants - Latest News on ISIS militants| Breaking News in Bengali on 24ghanta.com
আতঙ্কের অবসান, দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ জন ভারতীয় নার্স

আতঙ্কের অবসান, দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ জন ভারতীয় নার্স

Last Updated: Saturday, July 5, 2014, 11:08

অবশেষে আতঙ্কের অবসান। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ জন ভারতীয় নার্স। পিটিআই সূত্রে জানা গেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ওই ৪৬ নার্স ও আরও ১৩৭ জনকে নিয়ে মুম্বই থেকে কেরালার দিকে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।