Last Updated: Saturday, March 29, 2014, 10:15
আগুনের হলকা, গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। হঠাত্ করে যদি আপনার অফিসে আগুন লাগে তার মোকাবিলা করবেন কী ভাবে। তারই হাতে কলমে প্রশিক্ষণ হয়ে গেল রাজারহাট নিউটাউনের ডিএলএফ আইটি পার্কে। প্রশিক্ষকের ভূমিকায় পুলিস ও এনএসজি আধিকারিকরা। হাতে কলমে অগ্নিকাণ্ড মোকাবিলার ক্লাস।