Last Updated: Wednesday, May 16, 2012, 17:31
দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে নোটিস জারি হয়েছিল আগেই। এবার ওয়াশিংটনের নিশানায় এল `ডি কোম্পানি`র অন্যান্য মাথারাও। বুধবার ওবামা সরকারের অর্থ ও বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভাগ (ওএফএসি)-এর তরফে মাদক চোরাচালানের অভিযোগে দাউদের দুই ঘনিষ্ঠ ছোটা শাকিল এবং ইব্রাহিম টাইগার মেমনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে।