Ice festival - Latest News on Ice festival| Breaking News in Bengali on 24ghanta.com
ঝর্ণার জল থেকে গাছের পাতা, বরফে মোড়া প্রকৃতির নৈস্বর্গিকতা উপলব্ধি করতে চিনের সিচুয়ানে পর্যটকের ভিড়

ঝর্ণার জল থেকে গাছের পাতা, বরফে মোড়া প্রকৃতির নৈস্বর্গিকতা উপলব্ধি করতে চিনের সিচুয়ানে পর্যটকের ভিড়

Last Updated: Monday, January 13, 2014, 10:02

ঝর্ণার জল থেকে শুরু করে গাছের পাতা। কোনও কিছুই এখানে নড়ে না। প্রকৃতি যেন একেবারে স্তব্ধ। আর সেই স্তব্ধতার নৈস্বর্গিক অনুভুতি উপলব্ধি করতে, প্রতি বছর দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে হাজির হন দেশ বিদেশের পর্যটকরা। কারণ জিউঝাইগৌ উপত্যকায় শুরু হয়েছে বরফ উত্‍সব। চলবে ৩১ মার্চ পর্যন্ত।