Last Updated: Monday, January 13, 2014, 10:02
ঝর্ণার জল থেকে শুরু করে গাছের পাতা। কোনও কিছুই এখানে নড়ে না। প্রকৃতি যেন একেবারে স্তব্ধ। আর সেই স্তব্ধতার নৈস্বর্গিক অনুভুতি উপলব্ধি করতে, প্রতি বছর দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে হাজির হন দেশ বিদেশের পর্যটকরা। কারণ জিউঝাইগৌ উপত্যকায় শুরু হয়েছে বরফ উত্সব। চলবে ৩১ মার্চ পর্যন্ত।