Incomne tax - Latest News on Incomne tax| Breaking News in Bengali on 24ghanta.com
উপহার নিলে ডাক্তারদের আয়কর দিতে হবে

উপহার নিলে ডাক্তারদের আয়কর দিতে হবে

Last Updated: Wednesday, November 21, 2012, 19:19

অর্থ বা দ্রব্য উপহার নিলে ডাক্তারদের এবার থেকে আয়কর দিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে এমনই নির্দেশ দিয়েছে আয়কর দফতর।  ওষুধের বিক্রি বাড়াতে বিভিন্ন সময়ে চিকিতসকদের নানা উপহার, বিদেশ ভ্রমণ ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার থেকে ওষুধ কোম্পানি এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনও সংস্থার থেকে পাওয়া যেকোনও উপহার,  ব্যবসায়িক আয় অথবা ভিন্নসূত্র থেকে আয় হিসেবে দেখাতে হবে চিকিত্সকদের।